• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘দুর্নীতিবাজ এমপিদের কারণে উন্নয়ন ম্লান হচ্ছে’


রাজবাড়ি প্রতিনিধি মে ২২, ২০১৭, ০৩:৪২ পিএম
‘দুর্নীতিবাজ এমপিদের কারণে উন্নয়ন ম্লান হচ্ছে’

ঢাকা: কিছু দুর্নীতিবাজ এমপি ও স্থানীয় নেতাদের কারনে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ম্লান হচ্ছে বলে জানিয়েছেন আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী গানের গীতিকার ও বিশিষ্ট সংবাদিক আবদুল গাফফার চৌধুরী। 

সোমবার (২২ মে) রাজবাড়ী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে সর্বধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সকাল ১১ টায় রাজবাড়ীতে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন ব্যবসায়ী নেতারা। পরে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাকক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন উদার মনের এক মানব। জাতীর জন্য জীবন দিয়েছেন সর্বকালের সেরা বাঙ্গালী। তার কন্যাকে ২১বার হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। 

তিনি আরো বলেন, বর্তমান সরকার অনেক উন্নয়নমূলক কর্মকান্ড করে দেশের চেহারা বদলে দিয়েছে। অনেক উন্নয়ন মূলক কর্মকান্ড হলেও কিছু এমপি ও স্থানীয় নেতাদের কারণে সরকারের সব উন্নয়ন কর্মকান্ড ম্লান হচ্ছে। তিনি আরো বলেন আওয়ামী লীগ একটি বটগাছ কিন্তু এখানে কাকে বাসা বেঁধেছে।

সর্বধনা অনুষ্ঠানে জেলার ব্যবসায়ী নেতৃবিন্দু ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবিন্দু উপস্থিত ছিলেন। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!