• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্নীতির অভিযোগে ফেনীর সাবেক নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার


কুমিল্লা প্রতিনিধি আগস্ট ২, ২০১৭, ০১:২৩ পিএম
দুর্নীতির অভিযোগে ফেনীর সাবেক নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

ফাইল ছবি

কুমিল্লা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল ফেনীর সাবেক নির্বাহী প্রকৌশলী শাহ আলমকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা।

মঙ্গলবার (২ আগষ্ট) রাতে ৮৩ লাখ ৪২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদক কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহ আলমের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে দুদক কুমিল্লার উপ-পরিচালক মো. নুরুল হুদা গত ২৪ জুলাই কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

আগামীকাল বুধবার অভিযুক্ত শাহ আলমকে আদালতে হাজির করা হবে। শাহ আলম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কৈতবা গ্রামের শামছুল হকের ছেলে। অবসরপ্রাপ্ত শাহ আলম মহানগরীর তোয়া হাউজিং এ পরিবার নিয়ে বসবাস করছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!