• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতির দায়ে রাজউকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০১৭, ০৩:৩৫ পিএম
দুর্নীতির দায়ে রাজউকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় রাজধানী উন্নয়ন করপোরেশনের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ইকবাল উদ্দিনকে পরীবাগ থেকে এবং শওকত আজিজকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে ইতোমধ্যে আদালতে হাজির করা হয়েছে।

দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মতিঝিল থানায় দুদকের দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

ইকবাল উদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত সময়ে রাজউকের চেয়ারম্যান ছিলেন। আর শওকত আজিজ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) পরিচালক। এছাড়া অ্যাম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্বে আছেন। মোট আটজনকে আসামি করে গতকাল বুধবার ওই মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরষ্পর যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে পূর্বাচলে ১০ কাঠা করে ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেন, যাতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!