• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্বৃত্তের গুলিতে বিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০১৬, ০৯:৩২ এএম
দুর্বৃত্তের গুলিতে বিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিদ্ধ যুবলীগের দুই কর্মীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিজবী হাসান বাবুর (৩৪) মৃত্যু হয়। মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই আইয়ুব যুবলীগ কর্মী বাবুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই আইয়ুব জানান, ‘শুক্রবার রাত ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় বাবু ও ইমন নামে দুই যুবলীগ কর্মীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাবুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে শনিবার ভোরে তার মৃত্যু হয়।’

এদিকে আরেক গুলিবিদ্ধ যুবলীগ কর্মী আহসানুল হক ইমন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ইমনের ডান উড়ু ও পাঁজরে গুলির চিহ্ন এবং মাথায় কাটা জখমের চিহ্ন রয়েছে। অন্যদিকে বাবুর মুখের বাম দিকে গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল।

বাবুর নিকট আত্মীয় রায়হান জানান, ‘বাবুর বাবার নাম কালাম হাসান। বাবু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নাম্বার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। দলীয় রাজনৈতিক কোন্দলের কারণে এই ঘটনা ঘটতে পারে।’

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে মতিঝিলের এজিবি কলোনি এলাকায় যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ড অফিসের সামনে ইমন ও বাবু গুলিবিদ্ধ হন। ক্লাবের সামনে বসে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত তাদের দিকে গুলি ছুড়ে পালিয়ে যায়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!