• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দূর মিনার


সাইফুল্লাহ হিমেল মে ২৮, ২০১৮, ০৪:২৩ পিএম
দূর  মিনার

দূর মিনারের
ওই আজান,
দোল দিয়ে যায়
অন্তরে।

মন ছুটে যায়
তার হুকুম
করতে পালন
মাসজিদে।

যার ডাকেতে
ভাংল ঘুম,
ঘুম কি নাই
তার চোখে?

সবার আগে
ঘুম ভাঙে তার,
পাখিরাও জাগে
তার ডাকে।

ডাক শুনে তার
সূর্য মামা
দেয় উকি দেয়
পূব দেশে।

প্রাণ ফিরে পায়
বিশ্ব জাহান
মুয়াজ্জিনের
আজান শুনে।

তাই তো বুঝি
রোজ হাশরে
দাম পাবে ভাই
মুয়াজ্জিনে।

লেখক : শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়

 

Wordbridge School
Link copied!