• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দূরপাল্লার সাঁতারে বাংলাদেশের সাফল্য


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০১৬, ১১:১১ এএম
দূরপাল্লার সাঁতারে বাংলাদেশের সাফল্য

ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে অনুষ্ঠিত দুরপাল্লার সাঁতারে সাফল্য তুলে নিয়েছে বাংলাদেশ দল। ১৯ কিলোমিটার দুরত্বের পুরুষদের ইভেন্টে বাংলাদেশের ফয়সাল আহমেদ প্রথম, পলাশ চৌধুরী দ্বিতীয় স্থান লাভ করেছেন। ৮১ কিলোমিটার দুরত্বের সাঁতারে বাংলাদেশের মনির হোসেন দ্বিতীয় হয়েছেন। ১৯ কিলোমিটার মহিলা ইভেন্টে নাজমা খাতুন তৃতীয় স্থান লাভ করেছেন।

রোববার অনুষ্ঠিত হয়েছে ৭৩তম জাতীয় দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। মুর্শিদাবাদ জেলা সুইমিং এসোসিয়েশন আয়োজিত ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় ১৮ সদস্যের বাংলাদেশ দল অংশ নেয়।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই
 

Wordbridge School
Link copied!