• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দৃষ্টান্তমূলক শাস্তি চান অ্যাটর্নি জেনারেল


আদালত প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৭, ০২:৫৬ পিএম
দৃষ্টান্তমূলক শাস্তি চান অ্যাটর্নি জেনারেল

ঢাকা : নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার (১৫ জানুয়ারি) অ্যাটর্নির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘দেশবাসীর সঙ্গে আমিও আশা প্রকাশ করি, এ মামলায় জড়িতদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।’

নারায়ণগঞ্জের ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যারা যানমালের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাই যদি এ ধরনের অপরাধ করে থাকেন তবে সেটি হবে ক্ষমার অযোগ্য।’

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

প্রায় এক বছর তদন্ত শেষে গত বছরের ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ খুনের ঘটনায় নূর হোসেন, র‍্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!