• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেখে নিন ওভালের যত রেকর্ড


ক্রীড়া ডেস্ক জুন ১৮, ২০১৭, ০৩:২২ পিএম
দেখে নিন ওভালের যত রেকর্ড

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের ফাইনালে খেলবে ভারত। এটা অনেকটা অনুমেয় ছিল। তবে র্যাংকিংয়ের ৮ নম্বর দল পাকিস্তান তাদের প্রতিপক্ষ হবে এটা কারও ভাবনাতেই ছিল না। কিন্তু বিশ্লেষকদের সব হিসেব উলট-পালট করে ফাইনালের টিকিট কেটেছে আনপ্রেডিক্টেবলের তকমা পাওয়া দলটি। রোববার (১৮ জুন) লন্ডনের কেনিংটন ওভালে শিরোপা যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে প্রতিবেশি দুই দেশ। ওভাল স্টেডিয়ামে অতীতে ঘটে যাওয়া সেরা রেকর্ডগুলো দেখে নেয়া যাক।

দলীয় সর্বোচ্চ স্কোর: নিউজিল্যান্ড-৩৯৮/৫, ৫০ ওভার, বিপক্ষ-ইংল্যান্ড, ফল- বৃষ্টি আইনে নিউজিল্যান্ড ১৩ রানে জয়ী, তারিখ- ১২ জুন ২০১৫।

ভারতের সর্বোচ্চ দলীয় স্কোর: ৩২১/৬, ৫০ ওভার, বিপক্ষ-শ্রীলঙ্কা, ফল-শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী, তারিখ- ৮ জুন ২০১৭।

পাকিস্তানের সর্বোচ্চ দলীয় স্কোর: ২৭১/৯, ৫০ ওভার, বিপক্ষ-জিম্বাবুয়ে, ফল -পাকিস্তান ১৪৮ রানে জয়ী, তারিখ-১১ জুন ১৯৯৯।

ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর: জেসন রয় (ইংল্যান্ড)- ১৬২ রান, বিপক্ষ-শ্রীলঙ্কা, তারিখ- ২৯ জুন ২০১৬।

সবচেয়ে বেশি রান: মার্কুস ট্রেসকোথিক (ইংল্যান্ড)- ১০ ম্যাচ ১০ ইনিংস ৫২৮ রান, গড়- ৬৬.০০, স্ট্রাইক রেট- ৯২.১৪।

সবচেয়ে বেশি উইকেট: জেমস এন্ডারসন (ইংল্যান্ড)- ১৫ ম্যাচ ১২৭.৪ ওভার ৫৭৮ রান ৩০ উইকেট, সেরা বোলিং ফিগার- ১৮ রানে ৪ উইকেট।

এক ম্যাচে সেরা বোলিং ফিগার: উমর গুল (পাকিস্তান), ১০ ওভার ০ মেডেন ৪২ রান ৬ উইকেট, বিপক্ষ-ইংল্যান্ড, তারিখ- ১৭ সেপ্টেম্বর ২০১০।

সেরা জুটি: প্রথম উইকেট জুটিতে ২০০ রান, জুটি- মার্কুস ট্রেসকোথিক ও বিক্রম সোলাঙ্কি, প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, তারিখ- ২৮ জুন ২০০৩।

সোনলীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!