• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেখে নিন পাকিস্তানের ম্যাচ ফিক্সিং একাদশ


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৯, ২০১৭, ০২:০৩ এএম
দেখে নিন পাকিস্তানের ম্যাচ ফিক্সিং একাদশ

ঢাকা: ক্রিকেটে্ সবচেয়ে বেশি কলঙ্কজনক অধ্যায়ে জড়িয়েছে কোন দেশ? এই প্রশ্নের উত্তর দিতে কারো সময় লাগার কথা নয়। যে কেউ বলে দেবে দেশটির নাম পাকিস্তান। অনেক নামীদামী ক্রিকেটাররা ম্যাচ ফিক্সিংয়ে নিজেদের জড়িয়েছে। কেউ কেউ স্রেফ টাকার জন্য নিজেকে বিকিয়েছে। 

এখানে অন্য সবাইকে ছাড়িয়ে গেছেন সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। বিশ্ব একাদশ, এশিয়া একাদশ বা কোনো কোনো ক্রিকেটার নিজেদের একাদশ গড়ে বিশ্বকে জানিয়েছেন। এবার ভারতের একটি পত্রিকা পাকিস্তানের ফিক্সিং একাদশ সাজিয়েছেন। যারা কোনো না কোনো সময়ে ম্যাচ ফিক্সিং করেছেন, তারাই এই দলে সুযোগ পেয়েছেন। 

 নাসির জামশেদ: আন্তর্জাতিক ক্রিকেটে নাসিরের ক্যারিয়ার সবে শুরু হয়েছিল। কিন্তু স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত হওয়ায় সব ফরম্যাটের ক্রিকেট থেকেই তাকে নিষিদ্ধ করা হয়েছে।

শাহজাইব হাসান: স্পট ফিক্সিং থেকে বাদ যাননি তরুণ এই পাকিস্তানি ক্রিকেটার।
সালমান বাট: ২০১০ সালে  লর্ডসে স্পট ফিক্সিংয়ে মূল হোতা ছিলেন তিনি। ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কথা  পরে স্বীকারও করেছিলেন সালমান। পরে এ জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি।

ওয়াসিম আকরাম: বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি বোলারদের মধ্যে অন্যতম আকরাম। আকরামের পেস এবং সুইং মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। পাকিস্তানের আরেক তারকা আব্দুল কাদির একটা সময় বলেছিলেন যে, আকরামও ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও এর কোনো প্রমাণ তিনি দিতে পারেননি।

খালিদ লতিফ: পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের নেপথ্যে ভূমিকা থাকার জন্য সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে খালিদ লতিফকে।
 শার্জিল খান: লতিফের মত শার্জিল খানও পাকিস্তান সুপার লিগে ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত।

 মোহাম্মদ আমির: ফিক্সিংয়ের দায়ে দীর্ঘ দিন অভিযুক্ত থাকার পর অবশেষে ২০১৬ সালে পাকিস্তানের জার্সি গায়ে কামব্যাক করেন আমির।

 সেলিম মালিক: স্পট ফিক্সিংয়ের জন্য আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় সেলিম মালিককেও।
 মোহাম্মদ আসিফ: স্পট ফিক্সিংয়ের দায়ে জড়িত থাকার জন্য সাত বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে মোহাম্মদ আসিফকে।
দানিশ কানেরিয়া: স্পট ফিক্সিংয়ের জন্য দানিশকে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
 মোহম্মদ নওয়াজ: স্পট ফিক্সিংয়ের জন্য দু’মাস ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ নওয়াজ।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!