• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেখে নিন বিশ্বকাপে মাশরাফিদের খেলা কবে, কখন


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৫, ২০১৮, ০৯:৪২ পিএম
দেখে নিন বিশ্বকাপে মাশরাফিদের খেলা কবে, কখন

ফাইল ছবি

ঢাকা: ২০১৯ বিশ্বকাপ আসতে এখনও এক বছরেরও বেশি সময় বাকি। তা হলে হবে কি, ইতিমধ্যে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়ে গেছে। ১০ দলের বিশ্বকাপে কোনও গ্রুপ থাকছে না। সব দলই একে অপরের মুখোমুখি হবে।

আইসিসি প্রকাশ করার আগেই ক্রিকেটের বিখ্যাত ওয়েবসাইট ক্রিকইনফো বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। যে সূচিটি ক্রিকইনফো প্রকাশ করেছে সেটি আইসিসির প্রধান নির্বাহী কমিটিতে অনুমোদন হয়ে গেছে। বৃহস্পতিবার কলকাতায় আইসিসি বোর্ড সভায় এটি উঠবে চূড়ান্ত অনুমোদনের জন্য।

এ সূচিটিই চূড়ান্ত হলে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ জুন ওভালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরেরটি ৫ জুন, একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রাথমিক পর্বে বাংলাদেশ একটিই দিবারাত্রির ম্যাচ খেলবে, সেটি কিউদের বিপক্ষে। ৮ জুন ‘পয়া ভেন্যু’ কার্ডিফে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

১১ জুন ব্রিস্টলে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৭ জুন টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন মাশরাফিরা। ২০ জুন ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পর ২৪ জুন সাউদাম্পটনে বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে বাংলাদেশ পাচ্ছে প্রাথমিক পর্বের প্রায় শেষ দিকে। ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলেছিল ইংল্যান্ডে ১৯৯৯ সালে। সেবার লর্ডসে আকরাম খানদের কোনও ম্যাচ ছিল না। তবে এবার থাকছে। ৫ জুলাই শুক্রবার লর্ডসে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ৯ জুলাই ম্যানচেস্টারে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, ১১ জুলাই বার্মিংহামে দ্বিতীয় সেমিফাইনাল। ১৪ জুলাই লর্ডসে হবে ফাইনাল।

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য সূচি:
তারিখ     প্রতিপক্ষ              ভেন্যু
২ জুন      দক্ষিণ আফ্রিকা      ওভাল
৫ জুন     নিউজিল্যান্ড          ওভাল (দিবারাত্রি)
৮ জুন     ইংল্যান্ড              কার্ডিফ
১১ জুন    শ্রীলঙ্কা                ব্রিস্টল
১৭ জুন    ওয়েস্ট ইন্ডিজ        টন্টন
২০ জুন    অস্ট্রেলিয়া           নটিংহ্যাম
২৪ জুন    আফগানিস্তান       সাউদাম্পটন
২ জুলাই    ভারত               বার্মিংহাম
৫ জুলাই   পাকিস্তান             লর্ডস

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!