• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশ ও জনগণের কল্যাণই সবার লক্ষ্য হওয়া উচিত


কিশোরগঞ্জ প্রতিনিধি অক্টোবর ১০, ২০১৭, ০৩:১৮ পিএম
দেশ ও জনগণের কল্যাণই সবার লক্ষ্য হওয়া উচিত

কিশোরগঞ্জ: উন্নয়নের জন্য সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়া, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশ ও জনগণের কল্যাণই সবার লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

কিশোরগঞ্জের বাজিতপুর কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোমবার একথা বলেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নয়নকে তরান্বিত করে। পক্ষান্তরে অস্থিতিশীলতা উন্নয়নকে করে বাধাগ্রস্থ। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দল থাকবে।

এ সময় তিনি আরো বলেন, মতাদর্শের পার্থক্য থাকবে। এটাই স্বাভাবিক। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে আপনারা বিভিন্ন দলের অনুসারী হতে পারেন। কিন্তু সবার লক্ষ ও উদ্দেশ্য এক ও অভিন্ন। আর তা হচ্ছে দেশ ও জনগণের কল্যাণ সাধন করা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!