• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করে বিএনপি: ফখরুল


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৫, ২০১৬, ০৩:০৯ পিএম
দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করে বিএনপি: ফখরুল

রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক যে তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে, সেটি নিঃসন্দেহে দেশ, জাতি ও পরিবেশের জন্য ক্ষতিকর। তার দল সব সময় দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করে। বিএনপি দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সমর্থন করে না। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ইস্যুতে বিএনপির অবস্থান স্পষ্ট। বিদ্যুৎ চাহিদা পূরণের আরও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা আছে, কিন্তু সুন্দরবনের ক্ষতি সাধন করে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ আমরা সমর্থন করতে পারি না। বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিকল্প জায়গা আছে, কিন্তু সুন্দরবনের বিকল্প নেই।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র নিয়ে বামদলের কর্মসূচিতে বিএনপির সমর্থন রয়েছে। এছাড়া সরকারের আচরণের ওপর ভিত্তি করে তার দল পরবর্তী কর্মসূচির ব্যাপারে চিন্তা করবে।

তিনি বলেন, বিষয়টি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন। কিন্তু আওয়ামী লীগ তাদের স্বভাবসুলভ বক্তব্যে বিষয়টিকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতির মাজারে ফুল দেন ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!