• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশসেরা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ


ঠাকুরগাঁও প্রতিনিধি মার্চ ৩, ২০১৭, ০৯:৪৯ এএম
দেশসেরা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁও : ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬’ এ বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল ৫ টায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানসমূহে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মনতোষ কুমার দে, ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মু. সাদেক কুরাঈশী, ইএসডিওর নির্বাহী পরিচালক মো. শহীদ-উজ-জামানসহ আরও অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ায় আশাবাদ ব্যক্ত করেন এবং ব্যতিক্রমধর্মী কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এরপর সন্ধ্যা ৭ টায় দেশসেরা বিদ্যালয়টির ছাত্রদের নিজস্ব ব্যবস্থাপনায় মনোজ্ঞ 'সাংস্কৃতিক সন্ধ্যা' অনুষ্ঠিত হয়। দেশসেরা বিদ্যালয়টির ছাত্রদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন দেখতে ৫ হাজারেরও বেশি মানুষ জড়ো হয়।

উল্লেখ্য, হাজার হাজার নবীন-প্রবীন ছাত্র-শিক্ষক-অভিভাবক মিলিয়ে একরকম মিলনমেলায় পরিণত হয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!