• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেশি গরু চিনবেন কীভাবে?


লাইফস্টাইল ডেস্ক আগস্ট ২৭, ২০১৭, ০১:০৪ পিএম
দেশি গরু চিনবেন কীভাবে?

ফাইল ছবি

ঢাকা: আর ক’দিন পরেই মুসলিমদের ত্যাগের দিন, পবিত্র ঈদুল আযহা। এই দিন মুসলিমরা তাদের প্রিয় পশু কোরবানি করে থাকেন। অধিকাংশ মানুষই পশুর হাট থেকে পশু কিনে কোরবানি করে থাকেন। তবে বাংলাদেশে গরু কোরবানিই বেশি হয়ে থাকে। এ ক্ষেত্রে সমস্যা হলো গ্রামের কিছু মানুষ গরু চিনলেও শহরের মানুষের অধিকাশংই গরু চেনেন না। অনেক সময় সঠিক তথ্যের অভাবে ক্রেতারা দেশি-বিদেশি গরু চিনতে ভুল করেন। এজন্য ক্রেতাদের দেশি গরু চেনার যথেষ্ট আগ্রহ রয়েছে। 

এ বিষয়ে পশু বিশেষজ্ঞরা কিছু উপায় জানিয়েছেন। তারা বলছেন, দেশি গরুর আকার-আকৃতি বিদেশি গরুর তুলনায় অনেক ছোট। এছাড়া বেশির ভাগ ক্ষেত্রে দেশি গরু এক রঙের হয়। এদের পা চিকন ও শিং বড় হয়। আর দেশি গরু জবাইয়ের পর চর্বির রং হয় হলুদ, বিদেশি জাতের গরুর চর্বির রং সাদা।

কলকাতা, আসাম, ত্রিপুরা এলাকার গরুও একই আকৃতির হয়ে থাকে। এসব গরুর মাংসের স্বাদও একই ধরনের। এ কারণে এসব এলাকার গরু ও দেশি গরু আলাদা করা সম্ভব হয় না।

ভারতের গরুগুলো সাধারণত আকারে বড় হয়। রঙ ধূসর ও সাদা হয়ে থেকে। অধিকাংশ ক্ষেত্রে চামড়া পাতলা থাকে। শিং, পা এবং কান লম্বা ও খাড়া আকারের হয়। মুখের গঠন কিছুটা লম্বা।

প্রথমবারের মতো কোরবানির হাটে পাওয়া যাচ্ছে মিয়ানমার ও ভুটানের গরু। এ ছাড়াও রয়েছে নেপালি গরু। এ সব অঞ্চলের গরুর শারীরিক গঠন প্রায় একই রকমের যা সাধারণত সিন্ধু প্রজাতির গরু নামে পরিচিত। গরুগুলো আকারে বড় ও লাল রঙের হয়ে থাকে। গরুগুলোর কপাল বড় ও শিং লম্বা ও বাঁকানো থাকে। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!