• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে এসেছেন ৭০ হাজারেরও বেশি হাজি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৯, ২০১৬, ১১:৩৩ এএম
দেশে এসেছেন ৭০ হাজারেরও বেশি হাজি

পবিত্র হজ পালন শেষে হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন। শনিবার পর্যন্ত ৭০ হাজারেরও বেশি হাজি পবিত্র হজ শেষে দেশে ফিরে এসেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের মোট ২শ’টি ফ্লাইটে তারা দেশে ফিরে এসেছেন। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ ম্যানেজমেন্ট পোর্টাল বুলেটিনে এ তথ্য জানা গেছে

এসব ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ১৪৪টি এবং সৌদি এয়ারলাইন্সের ১৫৫টি। ফেরত আসা মোট ৭০ হাজার ৩৪৮ জন বাংলাদেশি হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৫ হাজার ২৪ জন হাজি রয়েছেন। উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। যা আগামী ১৭ অক্টোবর শেষ হবে। উল্লেখ্য চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ পালন করেন।

চলতি হজ মওসুমে সৌদি আরবে বাংলাদেশের সর্বমোট ৮১ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে পুরুষ ৬২ জন ও নারী ১৯ জন। ৮১ জনের মধ্যে মক্কায় ৬১ জন, মদিনায় ১৩ জন, জেদ্দা ২ ও মিনায় ৫ জনের মৃত্যু হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!