• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘দেশে ধর্ষণ ও নির্যাতন রেকর্ড ছাড়িয়ে গেছে’


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৮, ২০১৬, ০১:০১ পিএম
‘দেশে ধর্ষণ ও নির্যাতন রেকর্ড ছাড়িয়ে গেছে’

আইনশৃঙ্খলা বাহিনীকে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে বিরোধী দল দমনের জন্য ব্যবহার করায় দেশে শিশু ও নারী ধর্ষণ-নির্যাতনের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ নিয়ে অভিভাবক মহল উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

রিজভী আরো বলেন, ‘প্রতিদিনই দেশের কোথাও না কোথাও নারী ও কন্যাশিশু ধর্ষিত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, এমনকি ধর্ষণ বা গণধর্ষণের পর তাদের হত্যা করা হচ্ছে। এর বেশিরভাগ ঘটনাই ঘটছে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের দ্বারা।’

নারী ও শিশু নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে, গত এক বছরে প্রায় তিনশ জন নারী নিহত হয়েছে, আহত হয়েছে পাঁচ শতাধিক। এক বছরে নারী নির্যাতন বেড়েছে ৭৪%। বেড়েছে গণধর্ষণের ঘটনা।’

‘২০১৬ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ধর্ষণের ঘটনাসহ মোট পাঁচ হাজার নারী ও কন্যাশিশু নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে গণধর্ষণের শিকার দেড় শতাধিক  এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে প্রায় ৫০ জনকে।’

তিনি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন, অপহরণ, হত্যা, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনায় গোটা নারী সমাজ আজ উদ্বিগ্ন। ভোটারবিহীন অবৈধ সরকার নারী-শিশুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ।’

আইনশৃঙ্খলা বাহিনীকে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে বিরোধী দল দমনের জন্য ব্যবহার করায় এ ধরনের ঘটনা ঘটছে বলে দাবি করেন রিজভী।

আশুলিয়ায় শ্রমকিদের বেতন বাড়ানোর দাবিকে যৌক্তিক বলে তিনি বলেন, ‘সরকার তাদের নিজেদের গদি টিকিয়ে রাখতে গিয়ে শুধু মুষ্টিমেয় কিছু লোকের বেতন বৃদ্ধি করায় গোটা সমাজে এর নেতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ সমাজের সকল ক্ষেত্রে অসামঞ্জস্য ও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে।’

তিনি অভিযোগ করেন, আশুলিয়ার শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। ইতোমধ্যে সাভার উপজেলার বিএনপি মনোনীত নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মিনিসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। একজন সাংবাদিককে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে। মিথ্যা মামলায় আসামি করা হয়েছে প্রাক্তন এমপি ও ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিনসহ বিএনপি নেতা-কর্মীদের।’

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেপ্তার করা নেতাকর্মীর মুক্তি দাবি করেন রিজভী।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!