• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে পরিত্যক্ত সম্পত্তি ৬ হাজার একরের বেশি


নিজস্ব প্রতিবেদক জুন ৯, ২০১৬, ১১:৫১ এএম
দেশে পরিত্যক্ত সম্পত্তি ৬ হাজার একরের বেশি

বর্তমানে দেশে মোট পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ ৬ হাজার ৬৮ দশমিক ৪৬৯৩ একর বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

বৃহস্পতিবার সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধীনে টেবিলে উত্থাপিত বেগম রিফাত আমিনের (মহিলা আসন-১২) প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

ভূমি মন্ত্রণালয়ে সংরক্ষিত হিসাব অনুযায়ী মন্ত্রণালয়ভিত্তিক তালিকা তুলে ধরে মন্ত্রী জানান, ভূমি মন্ত্রণালয়ে ৫ হাজার ৪৬৫ দশমিক ৩৮০৮ একর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ৪৯৩ দশমিক ৩৩৫৪ একর, বাণিজ্য মন্ত্রণালয়ে ৯৩ দশমিক ৮৬০০ একর, শিল্প মন্ত্রণালয়ে ২ দশমিক ৯৪৩২ একর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ১ দশমিক ৫৫৩৫ একর, তথ্য মন্ত্রণালয়ে দশমিক ২৪২০, ধর্ম মন্ত্রণালয়ে দশমিক ২৫০০ একর, রেলওয়ে মন্ত্রণালয়ে ৮ দশমিক ৯০৪৪ একর এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ২ একর পরিত্যক্ত সম্পত্তি রয়েছে।

এসব পরিত্যক্ত সম্পত্তি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ব্যবস্থাপনায় সরকারের দখল ও নিয়ন্ত্রণে রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!