• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশে ফিরল পাচার হওয়া শিশুসহ ১১ কিশোরী


বেনাপোল(যশোর) প্রতিনিধি জুন ২৩, ২০১৬, ০৭:৩৯ পিএম
দেশে ফিরল পাচার হওয়া শিশুসহ ১১ কিশোরী

ভারতে পাচার হওয়ার আড়াই বছর পর এক শিশুসহ ১১ কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবি কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে তাদের বিজিবি গ্রহণ করে।
 
বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, শিশুসহ ১১ কিশোরী আড়াই বছর আগে ভারতে পাচার হওয়ার পর কলকাতার মেদেনীপুর এলাকায় অবৈধভাবে বসবাস করার অভিযোগে সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত এই ১১ কিশোরীকে কলকাতার লিলুফা নামে এক সেল্টার হোমে রাখার নির্দেশ দেয়।
 
পরে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রচেষ্টায় তারা বাংলাদেশে ফেরত আসে। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির যশোর এরিয়া কো-অর্ডিনেটর নাসিমা খাতুন জানান, পোর্ট থানা থেকে পরবর্তীতে তাদের নিজ নিজ ঠিকানায় পৌঁছে দেয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!