• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশে ফিরেই পেলেন বাবা, স্ত্রী ও সন্তানের লাশ


সিরাজগঞ্জ প্রতিনিধি জুন ২৯, ২০১৭, ০৮:৩৪ পিএম
দেশে ফিরেই পেলেন বাবা, স্ত্রী ও সন্তানের লাশ

সিরাজগঞ্জ: অনেক দিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন হারুন অর রশিদ। প্রবাসী স্বামীকে বিমানবন্দরে রিসিভ করে আনতে বগুড়ার কাহালু থেকে মাইক্রোবাসযোগে ঢাকায় যাচ্ছিলেন তার স্ত্রী লিলি আখতার। সঙ্গে তার দুই সন্তান ও শ্বশুড় সোলেমান।

বৃহস্পতিবার (২৯ জুন) ভোরে মাইক্রোটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার রয়হাটি এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন লিলি আকতার (৩৫), তার শ্বশুড় সোলেমান হোসেন (৬৫) ও ছেলে সাগর হোসেন (১২)। বেঁচে আছেন আরেক ছেলে সবুজ (১৮)।

এ ঘটনায় অন্তত ৫জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত বাস-মাইক্রোবাসটি আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!