• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশে বাড়ছে অ্যাজমার প্রকোপ


স্বাস্থ্য ডেস্ক মে ১৩, ২০১৬, ০৮:১২ পিএম
দেশে বাড়ছে অ্যাজমার প্রকোপ

জিনগত কারণ ছাড়াও নানাবিধ দূষণ ও সচেতনতার অভাবে বাংলাদেশে অ্যাজমা বা হাঁপানি রোগের প্রকোপ বেশ ভয়াবহ বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ অ্যাজমা অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী দেশটিতে বর্তমানে ৮৫ লাখের বেশি মানুষ অ্যাজমায় আক্রান্ত।

সংগঠনটির সহসভাপতি ড. বিশ্বাস আকতার হোসেন জানিয়েছেন, জিনগত কারণের সাথে বায়ু দূষণ, এ্যলার্জেন, ঋতু, আবহাওয়া ও তাপমাত্রার পরিবর্তন, কিছু ঔষধ, শ্বাসনালীর সংক্রমণ ইত্যাদি এই রোগের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে।যেসব শিশুদের দু বছরের নিচে শ্বাসনালীর সংক্রমণ হয় তাদের এই সমস্যা বেশি হতে পারে।

তিনি জানিয়েছেন জাতীয় পর্যায়ে হাঁপানির উপর করা এক জরীপে শহর বা গ্রামে এর সংখ্যায় তেমন কোনো হেরফের দেখা যায় নি তবে কারণ ভিন্ন দেখা গেছে।
যেমন শহরে বায়ুদূষণ একটি বড় কারণ অন্যদিকে গ্রামে পশুপাখির সংস্পর্শে আসার হার বেশি অথবা কৃষিকাজে কীটনাশক বা অন্যান্য রাসায়নিক পদার্থের ব্যবহার বেশি।

এগুলো গ্রামে হাঁপানির প্রকোপ বাড়ানোর কারণ হিসেবে কাজ করে। এসব থেকে দূরে থাকা কঠিন হলেও মুখে মাস্ক ব্যবহার কিছুটা সহায়তা করবে বলে জানান ড. হোসেন ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!