• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের উন্নয়নে নারীর উন্নয়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০১৬, ০২:৩৫ পিএম
দেশের উন্নয়নে নারীর উন্নয়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নের জন্য নারীর উন্নয়ন অপরিহার্য। নারীরা যদি শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে অগ্রসর না হয়, তা হলে কখনোই যথাযথভাবে সমাজ গড়ে উঠবে না। সবাইকে বুঝতে হবে, নারীদের অবহেলা করার কোনো সুযোগ নেই।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নারীর উন্নয়নে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার রোকেয়া পদক পেয়েছেন অ্যারোমা দত্ত ও বেগম নূর জাহান। এ দুই নারীর হাতে চলতি বছরের রোকেয়া পদক তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে চায়। এই লড়াইয়ে নারীদের যুক্ত না করলে স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না। বর্তমান সরকার নারীর কথা মাথায় রেখে সব ধরনের উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!