• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশের বাজারে ৩০ ভাগই অবৈধ মোবাইল সেট!


বিশেষ প্রতিনিধি ফেব্রুয়ারি ১০, ২০১৮, ১২:৩৯ পিএম
দেশের বাজারে ৩০ ভাগই অবৈধ মোবাইল সেট!

ঢাকা: দেশে মোট মোবাইল হ্যান্ডসেটের ত্রিশভাগই আসছে অবৈধ পথে। এতে সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি প্রতারিত হচ্ছেন ক্রেতারা। অবৈধ হ্যান্ডসেট বন্ধে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির উদ্যোগ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বর্তমানে দেশে মোবাইল হ্যান্ডসেট গ্রাহক ৩ কোটি ৫৯ লাখ। ইন্টারনেটের প্রসারের কারণে দিনদিন বাড়ছে এ সংখ্যা। তবে প্রান্তিক পর্যায়ে দাম নাগালে না থাকায় স্মার্টফোন গ্রাহক মাত্র ৩০ ভাগ।

ব্যবসায়ীরা বলছেন, ২০১৭ সালে অবৈধ পথে এসেছে প্রায় ৩ হাজার কোটি টাকার সেট। এর বেশিরভাগ নতুন মডেলের দামি সেট। এতে ৭০০ কোটি টাকার বেশি শুল্ক হারাচ্ছে সরকার।

ব্যক্তিগত ব্যবহারের নামে লাগেজের মাধ্যমে আসে অনেক সেট। এরপর চলে যায় মোবাইলের দোকানে। বিমানবন্দরে জব্দ এমন এক লাখ চোরাই সেট ধ্বংস করা হবে বলেও জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) মহাপরিচালক ড. মইনুল খান।

মোবাইল সেট আমদানির জন্য অনুমতি নিতে হয় বিটিআরসির। তাই আইএমইআই ডাটাবেজের মাধ্যমে এসব বন্ধ করা সম্ভব, বলছেন কমিশন চেয়ারম্যান।

দেশে মোবাইল ফোনের বাজার ১০ হাজার কোটি টাকার। আমদানি নির্ভরতা কমাতে মোবাইল উৎপাদনে কর সুবিধা দিয়েছে সরকার।

বাংলাদেশ মোবাইল ফোন আমদানিকারক সমিতির তথ্য মতে, ২০১৬ সালে আট হাজার কোটি টাকার তিন কোটি মোবাইল সেট বৈধ পথে বাজারে আসে, যা ২০১৫ সালের চেয়ে ১১ শতাংশ বেশি।

২০১৬ সালে স্মার্টফোন আমদানি ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ৮২ লাখ পিস হয়। ২০১৫ সালে এটা ছিল ৫৬.২৭ লাখ পিস।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!