• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশের মানুষ বিষাক্ত কাঁটার খাঁচায় বন্দী


নিজস্ব প্রতিবেদক জুলাই ৬, ২০১৭, ০৪:০৫ পিএম
দেশের মানুষ বিষাক্ত কাঁটার খাঁচায় বন্দী

ঢাকা: সরকার দেশের মানুষকে বিষাক্ত কাঁটার খাঁচার মধ্যে বন্দী করে রেখেছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিটি জনপদে, বাড়িতে বাড়িতে মৃত্যু, গুম, অপহরণ, নিখোঁজ, বিনা বিচারে আটক হওয়ার ভয় নিয়ে মানুষ জীবনযাপন করছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী দাবি করেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে গুম, অপহরণ, অবৈধ আটক, বিচার বহির্ভূত হত্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। দুঃশাসনের বিষাক্ত ছোবলে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা, লেখক, কবি, সাহিত্যিক, মানবাধিকার কর্মী, শ্রমিক নেতা, পেশাজীবীসহ সাধারণ মানুষ ক্ষতবিক্ষত হচ্ছে। কিছুদিন পর কারো কারো লাশ মিলেছে খালে-বিলে-নালা-ডোবায়। আর অন্যদের ভাগ্যে কী জুটেছে সেটি এখনও অজানা।

রিজভী বলেন, ফরহাদ মজহার নিখোঁজের ঘটনায় এখন গোটা জাতি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত। এই ট্রমা শুধু ফরহাদ মজহারকেই আক্রান্ত করেনি, সারা দেশবাসীকেই করেছে।

এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী দেশের শত শত মানুষকে অবৈধভাবে আটক করেছে এবং গোপন স্থানে আটকে রেখেছে বলে হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন প্রকাশ করেছে। যাদের অধিকাংশই বিরোধী দলীয় নেতাকর্মী- বলেন রিজভী।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!