• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
হাইকোর্টের প্রজ্ঞাপন

দেশের সব আদালতে নিরাপত্তা জোরদারে নির্দেশ


আদালত প্রতিবেদক মার্চ ২৭, ২০১৭, ০১:১৯ পিএম
দেশের সব আদালতে নিরাপত্তা জোরদারে নির্দেশ

ঢাকা : দেশের সকল আদালত, বিচারপিত, আইনজীবীদের নিরাপত্তা জোরদার করতে  নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট।  সাম্প্রতিক দেশের বিভিন্ন জায়গায় হামলার ঘটনা চিন্তা করে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ২৩ মার্চ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার সৈয়দ আবু দিলজার হোসেন এতে স্বাক্ষর করেছেন।

আজ সোমবার (২৭ মার্চ) হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ জানান বলেন, আজ দেশের সব আদালতসহ সরকারের সংশ্লিষ্টদের কাছে প্রজ্ঞাপন অনুলিপি পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সব আদালত অঙ্গন, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক, কর্মচারীসহ আদালত-সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা বিষয়ে প্রধান বিচারপতি উদ্বিগ্ন।

এমন প্রেক্ষাপটে সব আদালত অঙ্গন, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক, কর্মচারীসহ আদালত-সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইনপ্রয়োগকারী সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি প্রধানমন্ত্রী কার্যলয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সরকারের সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!