• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘দেয়াল নির্মাণে’ অর্থ দেবে না মেক্সিকো


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৬, ২০১৭, ১১:৪৮ এএম
‘দেয়াল নির্মাণে’ অর্থ দেবে না মেক্সিকো

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্পে মেক্সিকো কোন অর্থ সহায়তা দিবেনা দেশটির সরকার। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এক কথা বলেন।

যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসির সংবাদে বলা হয় প্রেসিডেন্ট এনরিক দেয়াল নির্মাণের বিরোধিতা করে বলেন, ‘মেক্সিকো কোনো ধরনের সীমান্ত দেয়ালে বিশ্বাস করে না। সুতরাং তা নির্মাণে অর্থ দেয়ার প্রশ্নই আসে না।

তবে এই বৈরিতার সত্ত্বেও ৩১ জানুয়ারি দুই দেশের প্রেসিডেন্টর সাক্ষাৎ কর্মসূচি অব্যাহত রেখেছেন তিনি।

এর আগে বুধবার হোমল্যান্ড সিকিউরিটির এক অনুষ্ঠানে যোগদানের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দেয়াল নির্মাণের টাকা মেক্সিকোকেও দিতে হবে। শিগগিরই তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু হবে।’

নির্বাচনী প্রচারণার সময় মেক্সিকোর সঙ্গে ৩ হাজার ২০০ কিলোমিটার সীমান্তে পাকা দেয়াল নির্মাণের অঙ্গিকার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। 

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!