• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দৌলতদিয়ায় বন্যার্তদের পাশে ছাত্রলীগ


আল-মামুন আরজু, রাজবাড়ী সেপ্টেম্বর ২১, ২০১৮, ০৫:০২ পিএম
দৌলতদিয়ায় বন্যার্তদের পাশে ছাত্রলীগ

রাজবাড়ী: সম্প্রতি পদ্মা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঢল্লাপাড়া এলাকায় ব্যপক ভাঙনের সৃষ্টি হয়েছে। এছাড়াও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।

এবার বন্যার্তদের পাশে দাড়াতে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগ। শুধু ত্রাণ সামগ্রী নয় সঙ্গে বিনামূল্যে বিতরণ করা হয় বিভিন্ন প্রকার ওষুধ।

দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহিনুর রহমান শাহিন জানান, বন্যার্তদের পাশে দাড়ানোর জন্যই আমরা এমন উগ্যোগ গ্রহণ করেছি। শুধু ত্রাণ সামগ্রী বিতরণ নয় ছাত্রলীগের সদস্যরা নদী ভাঙনের শিকার মানুষের ঘরবাড়ি সরানো কাজেও সহযোগিতা করেছে।

ছাত্রলীগের এই মহতী কাজে সার্বিক সহযোগিতা করেছে, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল।

এছাড়াও সহযোগিতা করেছে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন।

এ সময় ছাত্রলীগ নেতা ইমরান আহম্মেদ আকাশ, ইলিয়াস হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আজিজুল ইসলাম মন্ডল ও শাহিনুর রহমান শাহীন, রাকিব সরদার, শাওন মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!