• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় টেস্টেও বিশ্রামে মোস্তাফিজ, লক্ষ্য ভারত-শ্রীলঙ্কা সফর


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৭, ০৪:০৪ পিএম
দ্বিতীয় টেস্টেও বিশ্রামে মোস্তাফিজ, লক্ষ্য ভারত-শ্রীলঙ্কা সফর

ঢাকা: ফলাফল যাই হোক না কেন, সোমবার (১৬ জানুয়ারি) সমাপ্তি ঘটছে ওয়েলিংটন টেস্টের। তাই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১৫ জানুয়ারি) ঘোষিত এই টেস্ট দলেও জায়গা হয়নি মোস্তাফিজুর রহমানের। চোট থেকে মাত্রই ফেরা মোস্তাফিজকে বিশ্রামে রাখাই মুল লক্ষ্য বলে জানিয়েছে টিম ম্যানেজম্যান্ট। কারণ, সামনেই ভারত এবং শ্রীলঙ্কা সফর রয়েছে টাইগারদের।

ওয়েলিংটনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশের পেসারদের বেশ সাবলীলভাবেই খেলেছে কিউই ব্যাটসম্যানরা। আর এর ফলেই প্রথম ইনিংসে টাইগারদের ৫৯৫ রানের জবাবে ৫৩৯ রান করতে সক্ষম হয় তারা। এই টেস্টে মোস্তাফিজের অভাবটি বেশ ভালোই বোধ করেছে বাংলাদেশ। কিন্তু এরপরেও ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে ফিজকে অন্তর্ভুক্ত না করায় স্বভাবতই প্রশ্ন উঠছে।

আর এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। আকরাম খান। তিনি জানিয়েছেন ইনজুরি থেকে মাত্রই ফিরেছেন মোস্তাফিজ। এই কারণে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না বোর্ড। আকরাম খান বলেন, ‘মোস্তাফিজ ইনজুরি থেকে দলে ফেরত এসেছে। এখনও সে নিজেকে পুরোপুরি ফিট মনে করছে না। সে কারণে একটা ম্যাচ খেললেতো আরেক ম্যাচে সে খেলতে পারে না। তাকে নিয়ে আমরা কাজ করছি। ফিজিও তাকে তার আসল শক্তিতে ফিরে আসার ব্যাপারে সহায়তা দিচ্ছেন। আশা করছি সে তার মতো করে শিগগির ফিরে আসবে।’

সামনে রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা সফর। আর এই সফরগুলোর জন্যই মূলত মোস্তাফিজকে প্রস্তুত করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন সাবেক অধিনায়ক আকরাম খান। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মনে হয়ে মোস্তাফিজের কৌশল সহ সবকিছু উপমহাদেশের কন্ডিশনে যতটা কার্যকর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে হয়তো ততটা নয়। সে কারণে আমরা আমাদের আসন্ন ভারতের সঙ্গে টেস্ট, শ্রীলঙ্কা সফরের জন্যে তাকে বেশি করে কাজে লাগাতে চাই। তাকে সেভাবেই প্রস্তুত করা হচ্ছে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!