• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা

দ্বিতীয় দিনে চারটি ইভেন্ট অনুষ্ঠিত


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৭, ০৭:৪১ পিএম
দ্বিতীয় দিনে চারটি ইভেন্ট অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় চলমান ‘ওয়ালটন জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতার’ দ্বিতীয় দিন সোমবার (১৬ জানুয়ারি) চারটি ইভেন্ট অনিুষ্ঠিত হয়েছে। এদিন জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে শক্তিমত্তা প্রদর্শনীর মাথায় পাথর পাটা ভাঙা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জামাল শুক্কুর আলী। সানচাক্কুতে স্বর্ণ জিতেছেন গফুর। আর তলোয়াড় লড়াইতে স্বর্ণ জিতেছেন যথাক্রমে শাহরিয়ার, কামরুল, আরেফিন। বরফ ভাঙায় স্বর্ণ জিতেছেন রায়হান।

ম্যাস রেসলিংয়ের অনূর্ধ্ব-৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মো. সোহেল রানা, অনূর্ধ্ব-৫০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মো. ওয়াররেস হোসেন, অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মো. গোলাম রাব্বানী, অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মো. দ্বীন ইসলাম মৈশন, ৬৫+ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মো. হাসিবুল ইসলাম।

এই ইভেন্টের মহিলা বিভাগে অনূর্ধ্ব-৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন তাসলিমা আক্তার। অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন রোকেয়া।

তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা মঙ্গলবার (১৭ জানুয়ারি) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে পুরস্কার বিতরণ করবেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

এবারের এই ওয়ালটন জাতীয় মার্শাল আট প্রতিযোগিতায় ১৫টি জেলাসহ বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের চার শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছে। মার্শাল আর্টের জনপ্রিয় ইভেন্টগুলোতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টে অবশ্য প্রাইজমানি নেই। তবে বিভিন্ন ক্যাটাগোরির স্বর্ণপদক জয়ী ১০০ জন খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। অন্যান্যদের মেডেল দেওয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!