• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানকে ভারতের ‘না’


ক্রীড়া ডেস্ক জুলাই ১৩, ২০১৭, ০৯:৪৫ পিএম
দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানকে ভারতের ‘না’

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে কোন ক্রিকেট ম্যাচ কিংবা সিরিজ খেলতে আবারো অস্বীকার করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চিরপ্রতিদ্বন্দ্বী বোর্ডের কাছ থেকে বারবার প্রত্যাখ্যাত হওয়া সত্ত্বেও নতুন করে আবারো ভারতে বিপক্ষে একটি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে দক্ষিণ আফ্রিকায় একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাবে আবারো ‘না’ বলে দিয়েছে বিসিসিআই। দ্বিপাক্ষিক কোন সিরিজ খেলতে হলে সরকারের অনুমতির প্রয়োজন বলে জানিয়েছে বিসিসিআই।

আগামী বছর জানুযারিতে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের চার টেস্ট, পাঁচ ওয়ানডে এবং দুটি টি-২০ ম্যাচ খেলার সূচি রয়েছে। এ সময়ে একটি ত্রিদেশীয় সিরিজও আয়োজন করতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজে তৃতীয় দল হিসেবে অংশ নিতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানকে নিয়ে সিরিজে ভারতের ‘না’ করায় শ্রীলংকা দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!