• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্রুত প্রধান কোচ নিয়োগ দিতে চান নাজমুল হাসান


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২০, ২০১৮, ১০:০২ পিএম
দ্রুত প্রধান কোচ নিয়োগ দিতে চান নাজমুল হাসান

ফাইল ছবি

ঢাকা: চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়া পর প্রধান কোচবিহীন বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব তুলে দেয়া হয়েছিল খালেদ মাহমুদের হাতে। তিনি একাধারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জাতীয় দলের ম্যানেজার। আর এবার হলেন ‘টেকনিক্যাল ডিরেক্টর’। কিন্তু  ত্রিদেশীয় সিরিজের ট্রফি হাতছাড়া তো হয়েছেই, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও জিততে পারেনি টাইগাররা।

ঘরের মাঠে ব্যর্থতার পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলকে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল। তার আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ধানমণ্ডি নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডাকেন
বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ, টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান, দুই নির্বাচক মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশার ও বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

বৈঠক শেষে বিসিবি সভাপতি বলেছেন, ‘আসলে কোচ ছাড়া দল চালানো সম্ভব না। আমরা দ্রুতই একজন কোচ নিয়োগ দিতে চাচ্ছি। সেটা নিদাহাস ট্রফির আগেই চাচ্ছি। যদি সেটা হয় তাহলে ৭-৮ দিনের মধ্যেই তা করতে হবে। কাজটা সে কারণেই কঠিন। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ত্রিদেশীয় সিরিজের আগেও দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন নাজমুল হাসান। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি সিরিজ শুরুর আগে তিন অধিনায়কের সঙ্গে বসেছিলাম। তখন ওরা আমাকে বলেছিল এই সিরিজে কোচ ছাড়াই ওরা কাজ চালিয়ে নেবে। নিজেরাই সবকিছুর দেখভাল করতে পারবে। আমি ওদের সময় দিয়েছি। সেই সময়টা শেষ। তাই আগের অবস্থায় ফিরতে হবে।’

শ্রীলঙ্কার নিদাহাস ট্রফি নিয়ে চিন্তিত বিসিবি সভাপতি, ‘আমাদের হাতে সময় নেই। শ্রীলঙ্কার মাটিতে ওদের বিপক্ষে খেলা তত্ত্বগতভাবেই কঠিন হওয়ার কথা। ওখানে ভারত আছে। দুর্দান্ত ফর্মে তারা। সুতরাং ওই টুর্নামেন্টে এমন গা ছাড়াভাবে খেলতে যাওয়ার কোনো মানে হয় না। আজ কোর্টনি ওয়ালশের সঙ্গে কথা বলেছি। ১৪ জন পেসারকে নিয়ে তিনি বৃহস্পতিবার থেকেই ক্যাম্প শুরু করবেন। টুর্নামেন্টকে সামনে রেখে ২২ ফেব্রুয়ারির মধ্যে ক্যাম্প শুরু করা যায় কি না, সেটা দেখছি।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!