• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্ম নয়, মানববতার জন্য রোহিঙ্গাদের পাশে বাংলাদেশ


জবি প্রতিনিধি সেপ্টেম্বর ২১, ২০১৭, ০৫:১৩ পিএম
ধর্ম নয়, মানববতার জন্য রোহিঙ্গাদের পাশে বাংলাদেশ

জবি: বাংলাদেশ সরকার ধর্মকে নয় বরং মানবতাকে সামনে রেখেই রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। মানবতার জন্য কক্সবাজার, কুতুপাংলে শরণার্থীদের সাহায্য অব্যাহত রাখছে। শর্ত ছাড়াই মিয়ানমার সরকারকে তাদের ফিরিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ মিনারের সামনে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে জবি নীলদল আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন শিক্ষক নেতারা।

মানববন্ধনে শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড আবুল হোসেন বলেন, মিয়ানমারের সামরিক জান্তা সরকার আরাকান রাজ্যে মুসলমাদের বাঙালি সন্ত্রাসী বলে নির্বিচারে হত্যা করছে। আদৌ রোহিঙ্গাররা বাঙালি নয়, মিয়ানমারের অধিবাসী, দীর্ঘকাল থেকে তারা মিয়ানমারে বসবাস করছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর এ অমানবিক নির্যাতন, হত্যাকে ধিক্কার জানাই। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেয়ার কারণে মিয়ানমার সরকার আন্তর্জাতিক চাপের মধ্যে পড়েছে।

জবির সাবেক ট্রেজারার অধ্যাপক ড. শওকত জাহাংগীর বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন অবর্ণনীয়। মিয়ানমার সামরিকজান্তারা আরকান রাজ্যের মুসলিম জনগোষ্ঠীকে পুড়িয়ে, পিটিয়ে, গুলি করে, জবাই করে হত্যার পাশাপাশি তাদের সর্বশান্ত করেছে। সর্বস্ব হারানো রোহিঙ্গারা বাংলাদেশে নাফ নদী পেরিয়ে শরণার্থী হয়েছে।

এ অসহায় রোহিঙ্গাদের পারাপারের জন্য মাঝিরা মাথা পিছু চার হাজার থেকে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এটি জঘন্য অপরাধ। এসব দালাল মাঝিদের আইনের আওতায় আনতে হবে। কূটনৈতিক প্রচেষ্টা জোড়ালো করে শর্ত ছাড়াই তাদের ফিরিয়ে নিতে হবে।

সভাপতির বক্তব্যে নীলদেলের একাংশের সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সফল প্রচেষ্টার ফলে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে বিশ্ববাসী। বিশ্বের বিভিন্ন দেশ কর্তৃক অং সান সূচির সরকারকে যে সহযোগীতা করা হত তা ইতিমধ্যে প্রত্যাহার করতে শুরু করেছে। এখন শুধু সামরিক সহযোগিতা প্রত্যাহর শুরু করতে হবে।বাংলাদেশে শরণার্থীদের শর্ত ছাড়াই তাদের ফিরিয়ে নিতে হবে।

মানববন্ধনে আরো বক্তব্য দেন, জবি নীলদলের একাংশের সহ-সভাপতি ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, সাবেক শিক্ষক সমিতিরসহ সভাপতি অধ্যাপক ড. মনিরুজ্জামান, জবি ছাত্র ইউনিয়নের সভাপতি  রুহুল আমিন প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!