• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ধর্মঘট প্রত্যাহার সোনার দোকানিদের


নিজস্ব প্রতিবেদক মে ১৮, ২০১৭, ১১:১০ পিএম
ধর্মঘট প্রত্যাহার সোনার দোকানিদের

ঢাকা: ধর্মঘট ডাকার তিন ঘণ্টা পরেই তা আবার প্রত্যাহার করলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি। বৃহস্পতিবার (১৮ মে) রাতে প্রত্যাহারের সংবাদ নিশ্চিত করা হয়েছে সমিতির পক্ষ থেকে। আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দাদের অভিযানের প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে দেশজুড়ে অনির্দিষ্টকাল ধর্মঘট ডেকেছিল স্বর্ণ ব্যবসায়ীরা। অনির্দিষ্ট ধর্মঘট ডাকার তিন ঘণ্টা পরে তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সোনার দোকান মালিকরা।

ধর্মঘট ডাকার পরে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের সঙ্গে বৈঠক করেন জুয়েলার্স সমিতির নেতারা। সেই বৈঠকের পরে কর্মসূচি প্রত্যাহার করেন তারা বলে সূত্র জানিয়েছে।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা সোনালীনিউজ ডটকমকে বলেন, বৈঠকে আমাদের দাবি নিয়ে কথা হয়েছে। সরকারের পক্ষ থেকে তারা আশ্বাস দিয়েছেন আমাদের দাবি পূরণের। তাই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। হয়রানি বন্ধের পাশাপাশি ‘জুয়েলারি ব্যবসাবান্ধব আমদানি নীতিমালা’ প্রণয়নের দাবিও রয়েছে সোনার গহনার দোকান মালিকরা। এ বিষয়টি নিয়ে জুয়েলার্স সমিতির নেতারা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফসিসিআইয়ের নতুন সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের সঙ্গেও বৈঠক করেন। 

এর আগে দোকান বন্ধ রেখে সোনার ব্যবসায়ীদের হয়রানি বন্ধ ও ব্যবসা বন্ধব স্বর্ণ আমদানি নীতিমালা করার দাবিতে দেশজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিলেন ব্যবসায়ীরা। বেলা দেড়টার দিকে এক অভিযানের পরেই দোকানিরা বন্ধ করে দিয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান। এর পরেই সমিতির নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে ধর্মঘট পালনের সিদ্ধান্ত দেয় ব্যবসায়ীরা।

সমিতির হিসাবে শুধু রাজধানী ঢাকা শহরে ৭০০ গহনার দোকান রয়েছে। এর বাইরে সারাদেশে প্রায় দশ হাজার গহনার দোকান রয়েছে। ঢাকাসহ দেশের সব গহনার দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সমিতির পক্ষ  থেকে। জুয়েলার্স সমিতির সূত্র মতে, শুধু ঢাকা শহরে অবস্থিত সোনার ব্যবসায়ীরাই সমিতির সদস্য। ঢাকার বাইরের ব্যবসায়ীরা সদস্য নয়। সেক্ষেত্রে ঢাকার বাইরের ব্যবসায়ীরা এই ঘোষণা মানবেন কি-না তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে, সমিতির পক্ষ থেকে তাদের অনুরোধ করা হয়েছে দোকান বন্ধ রাখার জন্য।

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে ওই বৈঠক শেষে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, হয়রানি বন্ধ ও জুয়েলারি ব্যবসা বান্ধব আমদানি নীতিমালা করার জন্য আমাদের দাবি রয়েছে। জুয়েলার্স সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে আপন জুয়েলার্সের কোনো নাম উল্লেখ করা হয়নি। তবে বৃহস্পতিবার আমিন জুয়েলার্সে অভিযানের বিষয়টির উল্লেখ রয়েছে। এতে বলা হয়, সভায় উপস্থিত সকলে সর্বসম্মতিক্রমে জুয়েলারি দোকানে হয়রানিমূলক অভিযান ও আমিন জুয়েলার্সে অভিযানের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

প্রসঙ্গত, জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দিলদারের ছেলে সাফাত আহমেদ বর্তমানে গ্রেপ্তার হয়ে রিমান্ড শেষে কারাগারে  রয়েছেন। গত ৬ মে সাফাতের বিরুদ্ধে মামলার পর তাদের ব্যবসায় অবৈধ বিষয় থাকার অভিযোগ ওঠার পর তার তদন্তে নামে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুল্ক গোয়েন্দাদের অভিযানে আপন জুয়েলার্সের একটি বিক্রয় কেন্দ্র সিলগালা করে দেওয়ার পাশাপাশি ১৩ মণের মতো সোনা ও হীরা আটক করার পর দিলদারকে তলব করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/তালেব

Wordbridge School
Link copied!