• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধর্মঘটে অচল বরিশালের ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠান


বরিশাল ব্যুরো মার্চ ১১, ২০১৮, ০৮:৪৯ পিএম
ধর্মঘটে অচল বরিশালের ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠান

বরিশাল: শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে বরিশালে লাগাতার ধর্মঘট শুরু করেছে বেসরকারী স্কুল কলেজের শিক্ষকরা। রোববার (১১ মার্চ) থেকে এ লক্ষ্যে বিভাগের প্রায় ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠান কার্যত অচল ছিল। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা বাড়ি ফিরে গেছে।

এদিকে একই দাবিতে রোববার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের শিক্ষকরা।

সরেজমিনে নগরীর ইসলামিয়া কলেজ, বিএম স্কুল, মমতাজ মজিদুন্নেছা, মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া মাধ্যমিক বিদ্যালয়, আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঘুরে দেখা গেছে ক্লাস তালাবদ্ধ। শিক্ষকরা বাহিরে অলস সময় কাটাচ্ছে।

নগরীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্লাস না হওয়ায় তাদের পাঠদান ক্ষতিগ্রস্থ হচ্ছে। তবে শিক্ষকদের দাবিও মানা উচিৎ সরকারের।

শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বলেন, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই ধর্মঘট ছাড়া কোনো উপায় নেই। সরকার শিক্ষা জাতীয়করনসহ ১১ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তাদের এ আন্দোলনে বিভাগের ১৭শ’ স্কুল ৩শ কলেজের শিক্ষকরা রয়েছেন। ধর্মঘটে ক্লাস হচ্ছে না।

তিনি বলেন, আন্দোলন বেগবান করতে আগামী ১৪ মার্চ তারা ঢাকায় মহাসমাবেশে যোগ দিবেন। এদিকে রোববার বিকেলে নগরীতে চলো চলো ঢাকা চলে এই স্লোগানে শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেছেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!