• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধসে পড়ল উ. কোরিয়ার পরমাণু কেন্দ্রের টানেল


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৩১, ২০১৭, ১০:২৯ পিএম
ধসে পড়ল উ. কোরিয়ার পরমাণু কেন্দ্রের টানেল

ঢাকা: উত্তর কোরিয়ায় একটি পরমাণু পরীক্ষা কেন্দ্রে টানেল ধসের ঘটনায় অন্তত ২০০ জন নির্মাণ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জাপানি গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেনডেন্ট।

মঙ্গলবার(৩১ অক্টোবর) উত্তর কোরিয়ার এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জাপানি টিভি আসাহি জানায়, গত ১০ অক্টোবর পংগিরি নামে একটি পরমাণু কেন্দ্রের টানেলে ওই ধসের ঘটনা ঘটে। খবরে বলা হয়, ঐ টানেলে প্রথম ১০০ জন আটকা পড়ে। পরে তাদের উদ্ধার করতে গিয়ে আরো ১০০ জন আটকা পড়ে।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, ঘটনাটি কোথায় ঘটেছে এই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার ষষ্ঠ পরমাণু পরীক্ষা চালানোর পর পর এই ঘটনা ঘটে।

উত্তর কোরিয়া দাবি করেছিল, গত ৩ সেপ্টেম্বর তারা মাউন্ট মানতাপে পরমাণু বোমার চেয়ে কয়েক গুণ শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছিল, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৬ দশমিক ৩ মাত্রার ভূকম্পন সৃষ্টি হয়েছে। এটা সম্ভবত উত্তর কোরিয়ার চালানো পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!