• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ধসে পড়েছে উ. কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৬, ২০১৮, ০৬:২৪ পিএম
ধসে পড়েছে উ. কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র

ঢাকা: উত্তর কোরিয়ার প্রধান পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র আংশিকভাবে ধসে পড়েছে। চীনা ভূতাত্ত্বিকরা জানিয়েছে, পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্রটি আংশিকভাবে ধসে পড়ার কারণে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে।

পুংগিয়েরি নামের ওই কেন্দ্রে ২০০৬ সাল থেকে ছয়টি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো হয়। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নার (ইউএসটিসি) পক্ষ থেকে কয়েক মাস অনুসন্ধানের পর উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র সম্পর্কে বিজ্ঞানীরা জানান, সেটি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হবে।

গত সেপ্টেম্বরে সর্বশেষ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পরই সেখানে ছয় দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। পরে আরো চারবার ভূমিকম্প হয়েছে সেখানে।

অবশ্য শনিবার (২১ এপ্রিল) উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সব ধরণের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। দক্ষিণ কোরিয়া ও মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের আগেই বিরল এই ঘোষণা দেন কিম।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!