• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ধানমন্ডিতে র‌্যাংগস ভবনে আগুন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০১৭, ০৫:৩৯ পিএম
ধানমন্ডিতে র‌্যাংগস ভবনে আগুন

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে র‌্যাংগস প্লাজার চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

রোববার (২০ আগস্ট) বিকেল ৪টায় ধানমন্ডির ৬/এ আনাম র‌্যাংগস প্লাজার চারতলায় স্টামফোর্ড ইউনিভার্সিটির অফিস কক্ষে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা এনায়েত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান,  ছয়তলা ভবনের চারতলায় আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে সাতটি ইউনিট কাজ করছে।

স্টামফোর্ডের অফিস কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয়রা। তারা আরো জানান, ওই ভবনে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর, জেনারেল স্টোর ও পোশাকের দোকান রয়েছে।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, আমরা আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানিয়েছি। ফায়ার সার্ভিস এসেছে। তারা কাজ করছে। আমাদের ধারণা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

তিনি আরো বলেন, আমরা কোনো হতাহতের খবর পাইনি। ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!