• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধানমন্ডিতে সীসাবারে মাদক বন্ধে নোটিশ


আদালত প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০১৬, ০৮:৩৩ পিএম
ধানমন্ডিতে সীসাবারে মাদক বন্ধে নোটিশ

ঢাকা: মোহাম্মাদপুর থানার ধানমন্ডি এলাকায় অবস্থিত এলএইচএফ সীসাবারে অবৈধ তামার সীসা মাদক বন্ধে একটি আইনি নোটিশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে জনস্বার্থে ফ্যাক্সযোগে এ নোটিশটি পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী।

মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নোটিশটি পাঠানো হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি, পুলিশের তেজগাঁও জোনের ডিসিকে নোটিশের অনুলিপি দেয়া হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব চাওয়া হয়েছে। যথাযথ জবাব না পেলে এ বিষয়ে পরবর্তি আইনি পদক্ষেপ নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, মোহাম্মাদপুর থানার ২৭নং ধানমন্ডি মোড় চক্ষু হসপিটাল, স্টেট ইউনিভার্সিটি ও অক্সফোর্ট ইউনিভার্সিটির ১০০ গজের মধ্যে লাইসেন্স বিহীনভাবে এলএইচএফ নামক একটি সীসা লাউঞ্জের অবৈধ মাদকদ্রব্য জাতীয় সীসা বিক্রয় করা হয়।

অবৈধ কার্যক্রমের জন্য এ প্রতিষ্ঠানের মালিককে এর আগে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়। এসকল অবৈধ কার্যক্রমের জন্য রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে মোহাম্মাদপুর থানার ওসি গাফিলতিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে নোটিশে।

জবাব না পেলে সংবিধানের ১০২ ধারা অনুযায়ী উচ্চ আদালতে রিট করে নির্দেশনা চাওয়া হবে বলে জানান এই আইনজীবী। 

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!