• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ধূসর রংয়ে বর্ণিত হচ্ছে পদ্মা সেতুর স্প্যান


মুন্সীগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ১৫, ২০১৭, ০৮:৩২ পিএম
ধূসর রংয়ে বর্ণিত হচ্ছে পদ্মা সেতুর স্প্যান

ধূসর রং করা হচ্ছে পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার

মুন্সীগঞ্জ: ধূসর রংয়ে বর্ণিত হচ্ছে পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার বা স্প্যান। সুপার স্ট্রাকচার বা স্প্যানটির ধূসর রং করতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।

মুন্সীগঞ্জের লৌহজংয়ের উপজেলার কুমারভোগ এলাকায় কনস্ট্রাকশন ইয়ার্ডে ৭নম্বর সুপার স্ট্রাকচারে পেইন্টিংয়ের কাজ চলছে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম  বলেন, পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৪৬.৫ শতাংশ। এই মাসের শেষের দিকে সুপার স্ট্রাকচারটি পিলারের উপর বসবে বলে আশাবাদী। এছাড়া সুপার স্ট্রাকচারে গাঢ় ধূসর রং করা শুরু হয়েছে।

তিনি আরোও বলেন, পদ্মা সেতুর সুপার স্ট্রাকচারে চূড়ান্ত পর্যায়ে রং হচ্ছে। এ বছরের শেষের দিকে ৩৭তম ও ৩৮তম পিলারের উপর স্থাপন হবে সুপার স্ট্রাকচার বা স্প্যান। সুপার স্ট্রাকচারের রং হচ্ছে ধূসর।

পদ্মা সেতু প্রকল্প সূত্র জানায়, চলতি মাসের মধ্যেই দৃশ্যমান করতে প্রকল্পের প্রতিটি ডিপার্টমেন্টেই চলছে সংশ্লিষ্টদের ব্যস্ততা। মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে এই ব্যস্ততা পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি বাড়াতে অগ্রসর ভূমিকা রাখবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!