• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ধোনি-হেইডেনদের ছক্কা ছক্কা খেলা!


ক্রীড়া ডেস্ক জুলাই ২১, ২০১৭, ০৬:৪১ পিএম
ধোনি-হেইডেনদের ছক্কা ছক্কা খেলা!

ফাইল ছবি

ঢাকা: ব্যাট হাতে অনেকবারই তারা ছক্কা মেরেছেন। ম্যাচের পরিবেশ পরিস্থিতি বিবেচনায় সেই ছক্কাগুলো কোনটি স্টেডিয়ামের বাইরে চলে গেছে। তবে এবার ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-ম্যাথু হেইডেনদের বলে কয়ে ছক্কা মারার প্রতিযোগিতায় নামতে হবে। কার ছক্কা কতদূর যায় এখানে সেই পরীক্ষাটাই হবে।

শনিবার (২২ জুলাই) থেকে শুরু হচ্ছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ (টিএনপিএল)। তবে টুর্নামেন্টের পর্দা ওঠার আগে একটা প্রতিযোগিতার আয়োজন করেছে আয়োজকরা। মহেন্দ্র সিং ধোনি, মোহিত শর্মা, বদ্রিনাথ, পবন নেগিদের সঙ্গে সাবেক অস্ট্রেলীয় ব্যাটসম্যান ম্যাথু হেইডেন অংশ নেবেন এই খেলায়।
 
বোলিং মেশিন থেকে ছোড়া বলে ছক্কা মারতে হবে তাঁদের। যার ছক্কা সবচেয়ে দূরে যাবে, সে-ই হবে বিজয়ী। ছক্কা মারার প্রতিযোগিতা শুরু সন্ধ্যা ৬টায়, শেষ হবে ৭টায়। এরপরই হবে উদ্বোধনী ম্যাচের টস। টুর্নামেন্টের উদ্বোধনীতে ব্যতিক্রমী কিছু উপহার দিতে যে এমনটা করা সেটা বোঝাই যায়!

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!