• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধোনিকে সম্মানিত করল সিএবি


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২২, ২০১৭, ০৯:৫০ পিএম
ধোনিকে সম্মানিত করল সিএবি

ঢাকা: তার এই সম্মানটুকু প্রাপ্যই ছিল। রোববার ইডেন গার্ডেনে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের আগে ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন মহেন্দ্র সিং ধোনিকে সম্মানিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ভারতকে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ বিজয়ী অধিনায়কের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আরেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব।

ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের স্বীকৃতি স্বরুপ সিএবির তরফ থেকে তার হাতে তুলে দেওয়া হয় ক্রিস্টাল ট্রফি। আর ট্রফিটি তুলে দেন ভারতকে ১৯৮৩ বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল। ধোনিকে তিনি শালও পরিয়ে দেন।

ধোনির নেতৃত্বে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। তারই নেতৃত্বে ২০১১ ওয়ানডে বিশ্বকাপও জেতে টিম ইন্ডিয়া। ধোনির নেতৃত্বে একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতে নেয় ভারত। তার আমলেই টেস্ট ক্রিকেটে দলটি উঠে যায় র‌্যাংকিংয়ের এক নম্বরে।

ভারত-ইংল্যান্ড সিরিজের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়েন ধোনি। তার হাত থেকে নেতৃত্বের বাটন উঠে গেছে বিরাট কোহলির হাতে। ইতোমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ জয় করেছে ভারত।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!