• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ধোনির চেন্নাইয়ের মুখোমুখি কেকেআর, শাহরুখ থাকছেন?


ক্রীড়া ডেস্ক এপ্রিল ১০, ২০১৮, ১২:১৪ পিএম
ধোনির চেন্নাইয়ের মুখোমুখি কেকেআর, শাহরুখ থাকছেন?

ঢাকা: দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। মুম্বাইকে নাটকীয়ভাবে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অনেকটা সহজেই জিতেছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। মঙ্গলবার (১০ এপ্রিল) কেকেআর-চেন্নাই মুখোমুখি হচ্ছে চিপকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। চ্যানেল নাইন, স্টার স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। বাংলায় ধারাবিবরণীসহ সরাসরি সম্প্রচার করবে জলসা মুভিজ। 

ইডেনে প্রথম ম্যাচে কেকেআরের খেলা দেখতে হাজির ছিলেন শাহরুখ। সঙ্গে ছিলেন মেয়ে সুহানাসহ অনেকে। ধারণা করা হচ্ছে, প্রথম ম্যাচে দারুন জয় পাওয়া কেকেআরকে প্রেরণা যোগাতে চিপকেও হাজির থাকবেন শাহরুখ। 

ধোনি দু’বছর পর খেলতে নামছেন তাঁর সেকেন্ড হোম চিপকে৷ ধোনির কাছে হোমকামিং এই ম্যাচ যেমন ভেরি ভেরি স্পেশাল, চেন্নাইয়ের কাছে তেমন এই ম্যাচ সম্মান রক্ষার। দু’বছর পর ঘরের মাঠে পারফেক্ট জয় উপহার দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাইবেন হলুদ জার্সির ব্রাভো-রায়নারা।

ধোনির ডেরায় কঠিন পরীক্ষা দিতে হবে কার্তিককে। অভিজ্ঞতায় তার চেয়ে অনেক এগিয়ে ধোনি। নাইটদের ১৯ জন ক্রিকেটারকে নিয়ে গড়া দলে এবারে রয়েছে একাধিক নতুন মুখ। পুরনো দল থেকে রয়েছেন শুধু সুনীল নারিন, ক্রিস লিন, পীযূষ চাওলা, কুলদীপ যাদপ, আন্দ্রে রাসেল, রবিন উথাপ্পার মতো ক্রিকেটাররা।

চেন্নাইয়ে আবার অভিজ্ঞ মুখের ছড়াছড়ি। ব্রাভো, ওয়াটসন, রায়না, ধোনি, জাদেজা, হরভজন। টি-টোয়েন্টি স্পেশালিস্টদের মুখের ভিড়ে নাইটদের রয়েছে নীতিশ রানা, বিনয় কুমার, কুলদীপ, রিঙ্কু সিং, শুভমন গিল, নাগারকোটিদের মতো তরুণরা। কাগজে কলমে তাই এগিয়ে চেন্নাই।

উদ্বোধনী ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে হারা ম্যাচে জিতে ধোনির দল প্রমাণ করে দিয়েছে অভিজ্ঞতায় বাকি সাত দলকে ঘোল খাওয়ানোর ক্ষমতা রাখে চেন্নাই। কিন্তু আইপিএল সেই সব সমীকরণ সবসময় মেলে না। এখানে প্রতিরাতেই নতুন নতুন নায়ক আবির্ভুত হয়। তাই বলা চলে, চেন্নাইয়ের সঙ্গে দারুন টক্করই হবে কেকেআরের। 

এক নজরে কেকেআর-চেন্নাইয়ের ম্যাচ

  • চিপকে সাত বারের মধ্যে মাত্র দু’বার ধোনির দলকে হারাতে পেরেছে কেকেআর।
  • ব্রাভোর বিরুদ্ধে মঙ্গলবার আবার বিপজ্জনক হয়ে উঠতে পারেন আন্দ্রে রাসেল। ব্রাভোর বিরুদ্ধে ৮৮ বলে খেলে রাসেলের সংগ্রহ ১৭৫ রান।
  • দীনেশ কার্তিককে সাত ইনিংসে তিনবার আউট করেছেন ব্রাভো।
  • চেন্নাইয়ের ওয়াটসন-বিজয় ওপেনিং জুটির স্ট্রাইক রেট, কেকেআরের নারিন-লিনের ওপেনিং জুটির স্ট্রাইট রেটের চেয়ে অনেকটাই কম।

সোনালীনিউজ/আরআইবি/এআই

Wordbridge School
Link copied!