• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নঈম নিজাম-রুহুল আমিনের বিরুদ্ধে মামলার প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৮, ২০১৭, ১০:২৪ পিএম
নঈম নিজাম-রুহুল আমিনের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সিনিয়র সদস্য, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং স্টাফ রিপোর্টার ও ডিআরইউ’র স্থায়ী সদস্য রুহুল আমিন রাসেলের বিরুদ্ধে হয়রানিমূলক ১০ কোটি টাকার মানহানি মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ। 

পটুয়াখালীর সংরক্ষিত মহিলা আসনের এমপি লুৎফুন নেছা ও তার স্বামী সুলতান আহমেদ মৃধার বিভিন্ন অনিয়ম নিয়ে বাংলাদেশ প্রতিদিনে প্রতিবেদন প্রকাশের পর থেকেই তারা রিপোর্টার ও সম্পাদককে হুমকি-ধামকি দিয়ে আসছে। 

প্রতিবাদ প্রকাশের পরও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ওই প্রতিবেদকের নামে ১০ কোটি টাকার হয়রানিমূলক মানহানি মামলা করেছে সুলতান আহমেদ মৃধা।

এ ঘটনার জন্য গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করে সোমবার (১৮ ডিসেম্বর) ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ এক যৌথ বিবৃতি দিয়েছেন। 

বিবৃতিতে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও রিপোর্টার রাসেলের জীবনের নিরাপত্তা বিধান ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান ডিআরইউ নেতারা।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!