• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ১০ রোহিঙ্গা আটক


নওগাঁ প্রতিনিধি নভেম্বর ১৩, ২০১৭, ১২:৫১ পিএম
নওগাঁয় ১০ রোহিঙ্গা আটক

নওগাঁ: জেলার সাপাহার সীমান্ত এলাকা থেকে ৫ শিশুসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ( ১৩ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, সোমবার সকালের দিকে নওগাঁ সীমান্ত এলাকার মধুইল বাজার থেকে একটি যাত্রীবাহী বাস নওগাঁর উদ্দেশে রওনা দিচ্ছিল। সেসময় ওই ১০ রোহিঙ্গা তড়িঘড়ি করে বাসে উঠে বসে। স্থানীয়রা বুঝতে পেরে তাদের আটকে রেখে সাপাহার ১৪ বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি এসে রোহিঙ্গাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।

১৪ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল খিজির খাঁ জানান, ওই ১০ রোহিঙ্গাকে আটকের পর স্থানীয় খঞ্জনপুর কোম্পানি ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা আসলে কোথা থেকে আসছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!