• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নকল চিকিৎসা সহায়ক উপকরণ জব্দ


ঝিনাইদহ প্রতিনিধি নভেম্বর ২৯, ২০১৬, ০৭:৩১ পিএম
নকল চিকিৎসা সহায়ক উপকরণ জব্দ

ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নকল চিকিৎসা সহায়ক উপকরণ জব্দ করেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে পৌর এলাকার কোরাপাড়া গ্রামে এ অভিযান চালায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন জানতে পারে শহরের কোরাপাড়ায় অবৈধভাবে নকল সেনেটারি ন্যাপকিন, কটন, বেল্ট তৈরী করা হচ্ছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির সেখানে অভিযান চালিয়ে এসব চিকিৎসা সহায়ক উপকরণ জব্দ করেন এবং মালিক পলাতক থাকায় তার স্ত্রী নার্গিস বেগমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!