• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নজরুল আমার শক্তি


মো: গোলাম মোস্তফা (দুঃখু) মে ২৫, ২০১৮, ০৩:৪২ পিএম
নজরুল আমার শক্তি

নজরুল তুমি রয়েছ মনে,
তোমার লেখা বলে তুমি মহান।
জীবন যুদ্ধে তুমি,
বার বার করেছো জয়।
এত বল, এত শক্তি।
কোথা থেকে পেতে তুমি?

তোমার লেখা কবিতা,
সকলের কথা বলে।
তোমার গান,
বিশ্ব শান্তির কথা বলে।

এত প্রাণ এত মায়া,
কোথা থেকে পেতে তুমি।
প্রিয় নজরুল তুমি নেই,
তার পরেও তোমার ছায়া।
বাংলার মাটিতে সবসময়,
শান্তির বাণী হয়ে আছে ।

তোমার লেখা ছিলো,
বিশ্ব শান্তির জন্য।
এত প্রাণ আজ চলে যাচ্ছে!
সকলে চুপ করে আছে,  
কারো কোন কথা নেই।
কেন ? কেন ? কেন ?

চূড়খাই গ্রামের ছেলে আমি,
লেখতে ভালোবাসি তোমার লেখা পড়ে।
তোমার লেখা বলে আমি পারবো,
তাই তো আমি কলম ধরেছি।
চূড়খাই গ্রামের কথা বলি,
দেশের মাঝে সকল জায়গায়।

তোমার গল্প আমায় স্বপ্ন দেখায়।
তোমার কবিতা,
আমায় নতুন বাংলার কবি হতে বলে!
তুমি নজরুল আমার শক্তি ।

লেখক:বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম।

Wordbridge School
Link copied!