• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নজরুল সোনার বাংলা গড়ার অনুপ্রেরণা


ময়মনসিংহ প্রতিনিধি মে ২৬, ২০১৮, ০১:৫৭ পিএম
নজরুল সোনার বাংলা গড়ার অনুপ্রেরণা

ময়মনসিংহ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সমাজ পরিবর্তনের যে অনির্বাণ শিখা জ্বালিয়েছেন তার আলোকচ্ছটা আমাদের সোনার বাংলা গড়তে অনুপ্রাণিত করবে। আমার বিশ্বাস নতুন প্রজন্ম নজরুল চর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করবে এবং বৈষম্যহীন, সমতাভিত্তিক, অসম্প্রদায়িক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে দেশপ্রেমের মহান ব্রতে উজ্জীবিত হয়ে জাতি গঠনে অর্থবহ অবদান রাখবে।

শুক্রবার (২৫ মে) বিকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী নজরুল জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন।  

কবির বাল্যস্মৃতি বিজড়িত দরিরামপুরে নজরুল একাডেমির মাঠে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম সিমিন হোসেন রিমির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মসিউর রহমান। নজরুল স্মারক বক্তা ছিলেন বেগম আকতার কামাল। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাস। পরে নজরুল মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশত হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!