• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন গ্রহের আকাশে তিন সূর্য


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক জুলাই ৯, ২০১৬, ০৪:৫৫ পিএম
নতুন গ্রহের আকাশে তিন সূর্য

নতুন গ্রহের সন্ধান পেল নাসা। পৃথিবী থেকে ৩৪০ আলোকবর্ষ দূরে এই গ্রহের অবস্থান। আপাতত গ্রহটির নাম রাখা এইচ ডি ১৩১৩৯৯ এ বি’‌জ রাখা হয়েছে বলে এক বিবৃতিতে জানাল নাসা। আয়তনে বৃহস্পতির থেকে ৪ গুণ বড় এই গ্রহে একটি নির্দিষ্ট ঋতুর আয়ু প্রায় ১৪০ বছর। তবে সবচেয়ে নজরকাড়া ব্যাপার হল ওই গ্রহের আকাশে একটি নয়, দুটি নয়, রয়েছে তিন–তিনটি সূর্য। তবে সবে সন্ধান পাওয়া গ্রহটিকে গ্রহ না বলে এক্সোপ্ল্যানেট বলাই শ্রেয়। কারণ সূর্য নয়, অন্য একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে এটি। সূত্র: আজকাল

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!