• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন জুতায় পায়ে ফোস্কা? উপায় জেনে নিন


লাইফস্টাইল ডেস্ক অক্টোবর ৩০, ২০১৬, ০৬:০০ পিএম
নতুন জুতায় পায়ে ফোস্কা? উপায় জেনে নিন

নানা ধরনের স্টাইলিশ জুতা কিনেছেন। কিন্তু সেই নতুন জুতা পরে হাঁটলেই পায়ে ফোস্কা পড়ে যাচ্ছে। এদিকে অফিসেও যেতে হবে। পায়ের ফোস্কা নিয়ে ঘরে তো বসে থাকা যায় না। নতুন জুতা পরেও পায়ে ফোস্কা পড়া আটকাবেন কীভাবে? কয়েকটা সহজ উপায় অবলম্বন করলেই মুশকিল আসান। এই গ্যালারিতে দেয়া রইল আপনাদের জন্য কিছু তথ্য।

* পায়ের ফোস্কা একদম ফাটিয়ে দেয়া উচিত নয়। কোনো কারণে গলে গেলে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে ক্ষতস্থান ঢেকে রাখতে হবে।

* ফোস্কার জায়গাটিতে দিনে অন্তত তিনবার মধু লাগান। এতে ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

* সামান্য জলে আটা গুলে নিয়ে, খানিকটা থকথকে অবস্থায় ফোস্কার উপর লাগান। দেখবেন খুব তাড়াতাড়ি ফোস্কার দাগ মিলিয়ে গেছে।

* অ্যালোভেরা জেল ক্ষত স্থানে লাগান। এতে ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

* নতুন জুতা পরার আগে পায়ে সরষের তেল বা নারকেল তেল মেখে নিন।

* জুতার যে জায়গাগুলো পায়ে ঘষা লেগে ফোস্কা পড়ে, সেই জায়গাগুলোতে টেপ দিয়ে স্পঞ্জ লাগিয়ে দিন।

* নিজের কাছে আগে থেকেই ব্যান্ডেড রেখে দিন।

* জুতার যে জায়গাগুলো পায়ে লাগে, সেখানে ভেসলিন লাগিয়ে রাখুন। এতে জুতার ওই স্থানগুলো খানিকটা নরম হবে। সূত্র: আনন্দবাজার

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!