• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন দায়িত্ব রোহিতের কাঁধে


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৭, ২০১৭, ০২:৪৫ পিএম
নতুন দায়িত্ব রোহিতের কাঁধে

ঢাকা: নতুন দায়িত্ব নিয়ে দলে ফিরেছেন রোহিত শর্মা। ওয়ানডেতে বিরাট কোহলির ডেপুটি হয়েছেন তিনি। কিন্তু চাপ না নিয়ে নিজের খেলাটাই খেলতে চাইছেন রোহিত। টেস্টে সুযোগ না পাওয়ার আফসোস আর নেই। বরং এখন শুধুই ওয়ানডে ক্রিকেট নিয়ে ভাবতে চাইছেন তিনি। রোহিত বলে দিলেন, ‘টেস্ট ক্রিকেট হয়ে গেছে। আমি এখন শুধু ওয়ানডে নিয়ে ভাবছি।’

চোটের জন্য দীর্ঘদিন দলের বাইরে থাকতে হয়েছে। টেস্টে তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছিল হার্দিক পাণ্ডেকে। টেস্টে অভিষেকেই সফল হার্দিক। তাও যদি ভবিষ্যতে রোহিতের জায়গা হয় ভারতীয় টেস্ট দলে তা হলে সেটা রোহিতের জন্যই বড় চমক হবে। ৩০ বছরের রোহিতের সামনে আবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ দিয়েই নিজেকে আবার চেনাতে চাইছেন রোহিত। যদিও মুম্বাইয়ের এই ব্যাটসম্যান ভাগ্যকে মেনে নিয়ে এগিয়ে যেতে চান। তিনি বলেন, ‘দলের বাইরে বসে থাকতে কেউই পছন্দ করে না। পুরোটাই নির্ভর করে দলের চাহিদার ওপর, অধিনায়ক ও কোচ কী চাইছে। আর আমাদের সত্যিটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। আমি সেটাই করেছি।’

বাইরে বসে থাকার সময় রোহিত নজর দিয়েছেন নিজেকে আরো ভালো মতো তৈরি করার পেছনে। নিজের স্কিল, নিজের ক্ষমতার সঙ্গে আর যা যা প্রয়োজন একজন ক্রিকেটারের উন্নতিতে, সবটার জন্যই পরিশ্রম করেছেন তিনি। রোহিত বলেন, ‘বসে বসে সময় নষ্ট করার কোনও মানে হয় না। গত তিন-চার সপ্তাহে নিজের স্কিল, ভুলগুলো শুধরে নেওয়ার ওপর কাজ করেছি। আমি সব কোচদের সঙ্গে কথা বলেছি যাতে নিজের ভুল, ঠিকগুলো আলাদা করে বিচার করতে পারি। একজন ক্রিকেটার হিসেবে সব সময়ই উন্নতির জায়গা থেকে যায়।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!