• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন বছর রোহিঙ্গা ক্যাম্পে ৫০ হাজার শিশু জন্ম দেবে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৬, ২০১৮, ০৩:০৭ পিএম
নতুন বছর রোহিঙ্গা ক্যাম্পে ৫০ হাজার শিশু জন্ম দেবে

ঢাকা : আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০১৮ সালে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারীরা অন্তত ৫০ হাজার সন্তান জন্ম দেবে। সংস্থাটির তথ্য মতে, ওই ৫০ হাজার হিসেবে বছরের প্রতিদিন অন্তত ১৩০ রোহিঙ্গা শিশু জন্ম নেবে।

এছাড়া, ক্যাম্পের বহু শিশু নানা রোগে ভুগছে। প্রতিনিয়ত জন্মাচ্ছে নতুন শিশু। জানা গেছে, এইড গ্রুপের মাতৃত্বকালীন নার্সরা নিয়মিত তাঁবুগুলোতে গিয়ে প্রসূতিদের শারীরিক অবস্থা পরীক্ষা করছেন। স্তনপান ও পুষ্টি বিষয়ে পরামর্শ দিচ্ছেন। তারপরও নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশুরা।

এদিকে, রোহিঙ্গা ক্যাম্পে ২৫২৬ জন ডিপথেরিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর তিন-চতুর্থাংশ শিশু যাদের বয়স ১৫ বছরের নিচে। মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২৭। এছাড়া, ১৫ বছরের কম বয়সী হাজার হাজার শিশুকে টিকার আওতায় আনার চেষ্টা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি আরও কিছু সাহায্য সংস্থা।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!